ভ্যাট নিবন্ধন প্রত্যয়নপত্র (Certificate of VAT Registration)
ফরম ‘মুসক-৬’ এ সংশ্লিষ্ট এলাকার মূসক বিভাগীয় কর্মকর্তার নিকট আবেদন করে উক্ত কর্মকর্তার দপ্তর হতে মূসকযোগ্য পণ্যের ব্যবসায়ীকে মূসক নিবন্ধন গ্রহণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র -
১. নির্ধারিত ফরমে প্রত্যয়নপত্র [পরিশিষ্ট-২.২]
২. টিআইএন (টিন)
৩. ট্রেড লাইসেন্স
৪. লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব এসোসিয়েশন এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন
৫. আইআরসি (Import Registration Certificate)/ ইআরসি (Export Registration Certificate) (প্রযোজ্য ক্ষেত্রে)
৬. কারখানার নকশা
৭. বাড়ি ভাড়ার চুক্তিনামা/মালিকানার দলিল
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিলে মাত্র ২৪ ঘন্টার মধ্যে মূসক নিবন্ধন পাওয়া যায়। মূসক নিবন্ধন গ্রহণ করতে কোন ফি দিতে হয় না।
বিস্তারিত তথ্যের জন্য -
জাতীয় রাজস্ব বোর্ড
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
ফোন ঃ ৮৩১৮১২০-২৬, ৮৩১৮১০১-০৮
ওয়েবঃ http://www.nbr-bd.org/
0 Comments