Ticker

10/recent/ticker-posts

ভ্যাট নিবন্ধন প্রত্যয়নপত্র (Certificate of VAT Registration)

 

ভ্যাট নিবন্ধন প্রত্যয়নপত্র (Certificate of VAT Registration)


মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এবং মূল্য সংযোজন কর বিধিমালা ১৯৯১ এর মাধ্যমে ১ জুলাই ১৯৯১ সাল হতে বাংলাদেশে মূল্য সংযোজন কর (মূসক) আরোপিত।
মূসক আইনের মাধ্যমে সুনির্দিষ্টভাবে অব্যাহতিপ্রাপ্ত ছাড়া অন্যান্য সকল পণ্য ও সেবা সরবরাহের উপর মূসক ধার্য করা হয়। ‘সরবরাহ’ বলতে কোন প্রস্তুতকারক বা উৎপাদক কর্তৃক উৎপাদিত বা প্রস্তুতকৃত অথবা কোন ব্যবসায়ী কর্তৃক আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্যকোনভাবে সংগৃহীত কোন পণ্য পনের বিনিময়ে বিক্রয়, হস্তান্তর, ইজারা বা অন্যকোনভাবে নিষ্পত্তি করা বোঝায়।
উল্লেখ্য যে, প্রচলিত মূসক এর হার ১৫%।
ফরম ‘মুসক-৬’ এ সংশ্লিষ্ট এলাকার মূসক বিভাগীয় কর্মকর্তার নিকট আবেদন করে উক্ত কর্মকর্তার দপ্তর হতে মূসকযোগ্য পণ্যের ব্যবসায়ীকে মূসক নিবন্ধন গ্রহণ করতে হবে।
ভ্যাট নিবন্ধন প্রত্যয়নপত্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।


প্রয়োজনীয় কাগজপত্র -


১.     নির্ধারিত ফরমে প্রত্যয়নপত্র [পরিশিষ্ট-২.২]


২.     টিআইএন (টিন)


৩.     ট্রেড লাইসেন্স


৪.     লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব এসোসিয়েশন এবং সার্টিফিকেট অব          ইনকর্পোরেশন


৫.     আইআরসি (Import Registration Certificate)/ ইআরসি (Export Registration Certificate)                (প্রযোজ্য ক্ষেত্রে)

৬.     কারখানার নকশা


৭.     বাড়ি ভাড়ার চুক্তিনামা/মালিকানার দলিল

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিলে মাত্র ২৪ ঘন্টার মধ্যে মূসক নিবন্ধন পাওয়া যায়। মূসক নিবন্ধন গ্রহণ করতে কোন ফি দিতে হয় না।


বিস্তারিত তথ্যের জন্য -

জাতীয় রাজস্ব বোর্ড
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
ফোন ঃ ৮৩১৮১২০-২৬, ৮৩১৮১০১-০৮
ওয়েবঃ http://www.nbr-bd.org/

Post a Comment

0 Comments