ফোনের ডেটার নিরাপত্তায় নতুন পদক্ষেপ গুগলের
তথ্য প্রযুক্তির এই যুগে সবার হাতে হাতে হরেক রকমের স্মার্টফোন। প্রতিনিয়তই নতুন নতুন ডিভাইস আসছে প্রযুক্তি বিশ্বে। বিশ্বে হু হু করে প্রতিদিনই স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একই সাথে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটছে অহরহ।
অ্যান্ড্রয়েডের জন্য প্রাইভেসি স্যান্ডবক্স নিয়ে আসতে চলেছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। এর দ্বারা বিজ্ঞাপনের জন্য গ্রাহককে ট্র্যাক করার প্রবণতা অনেকটাই কমবে এবং সেই সঙ্গে বিভিন্ন থার্ড পার্টির সঙ্গে গ্রাহকের তথ্য শেয়ার করার পরিমাণও কম হবে।
এই প্রাইভেসি স্যান্ডবক্স তৈরি করার পিছনে মূল লক্ষ্য হল, ইউজারের তথ্য বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করার সময়, সেই তথ্যের গোপনীয়তা যেন লঙ্ঘিত না হয়। অর্থাৎ বিজ্ঞাপনদাতারা এমন কোনও তথ্য গ্রাহকের কাছ থেকে জানতে পারবেন না, যাতে তাঁদের গোপনীয়তা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। পাশাপাশি বিভিন্ন থার্ড পার্টির সঙ্গে ইউজারের ডেটা শেয়ারিংয়ের ক্ষেত্রে একটা যেন সীমাও রাখা হয়।
গত বুধবার গুগল-এর তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। এক কথায়, এই প্রাইভেসি স্যান্ডবক্স অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোন বিজ্ঞাপন থেকে নিরাপদ রাখবে।
গুগল সার্চে বহু দিন ধরেই রয়েছে এই প্রাইভেসি স্যান্ডবক্স। এবার অ্যান্ড্রয়েডের জন্যও এই পরিষেবা নিয়ে আসতে উদ্যোগী সার্চ ইঞ্জিন জায়ান্টটি।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, গ্রাহকের প্রাইভেসি আরও জোরদার করতে তারা সর্বদাই তৎপর তবে তা ফ্রি কনটেন্ট ও সার্ভিস বন্ধ করে কখনওই নয়।
0 Comments