ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে এসএমই ঋণ পেতে যে সকল ডকুমেন্ট লাগবে
মামা, চাচা আর টাকা না থাকলে তো কথাই নাই।
তবে ব্যবসায়ীরা সৎ টাকায় হালাল উপার্যন করতে ব্যাবসা করেন, তাদেরকে ঋণ পেতে যেন কোন অসৎ পথ অবলম্বন করতে না হয় সেই আরজি প্রশাসনের কাছে রইল।
এটাও মানতে হবে শুধু দুর্নিতির জন্যই যে ব্যাংক ঋণ জটিল এবং সময় সাপেক্ষ বিষয় তা নয়।
ব্যাংক আপনাকে টাকা তো এমনি এমনি দিবে না। ব্যাংক কেউ নিশ্চিত হতে হবে, আপনি টাকা ফেরত দিবেন কিনা।
ব্যাংক আপনার বিষয়ে সন্দেহ মুক্ত হবার জন্য অনেক ধরনের কাগজ পত্র হাজির করতে বলে।
তবে এটাও সত্য আমাদের দেশে সরকার এবং ব্যাংক যেকোন কাজে একটু বেশিই ফরমালিটি করে। ব্যাংক আপনার কাছে একগাদা কাগজ পত্র চাবে।
দেখা যায় কাগজ পত্র রেডি করতে অনেক সময় চলে যায়।
যাইহোক আমরা আশা করব বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক এ ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে যাতে করে স্বল্প সময়ে এবং সহযে উদ্যোক্তাগণ ব্যাংক ঋণ পেতে পারেন।
অনেক উদ্যোক্তা আছেন যারা জানেন না এসএমই ঋণ নিতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় । এসএমই ঋণ নিতে যে দলিল বা কাগজপত্র লাগে যেগুলো একটি তালিকা নিচে দেওয়া হল। আশা করি আপনাদের কাজে লাগবে।
- ট্রেড লাইসেন্স
- ব্যবসাযর নামে ব্যাংক একাউন্ট ( কারেন্ট অ্যাকাউন্ট )
- ন্যাশনাল আইডি কার্ড
- ড্রাগ লাইসেন্স (শুধুমাত্র মাদক ব্যবসার জন্য )
- বিএসটিআই সার্টিফিকেট ( খাদ্য উৎপাদন কোম্পানীর জন্য )
- ডিসি থেকে অনুমতি ( ডিজেল ও এসিড ব্যবসার জন্য )
- পেট্রোবাংলার সার্টিফিকেট ( ডিজেল ও অক্টেন ব্যবসার জন্য )
- গত 1-3 বছর ব্যাংক স্টেটমেন্ট ( ব্যাংকের চাহিদার উপর ভিত্তি করে পরিবর্তিত করতে পারেন)
- দোকান বা বাড়ির চুক্তি
- অবস্থান ডকুমেন্ট
- টিন সার্টিফিকেট (TIN- Tax Identification Number)
- ভ্যাট সার্টিফিকেট (শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে)
- বিদ্যুৎ বিল
- টেলিফোন বিল
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- কর্মচারী নাম , বেতন , পোস্ট এবং মাসিক বেতন শীট
- IRC ( রপ্তানি ও আমদানি ব্যবসার জন্য ) ( আমদানি নিবন্ধন সার্টিফিকেট )
- সঞ্চিত / মজুদ পণ্য এবং পণ্যের দাম
- স্থায়ী সম্পদের তালিকা এবং মোট মূল্য
- ঋণদাতাদের তালিকা
- ঋণ গ্রহিতাদের তালিকা
- বর্তমানে আপনি যদি কোন ঋণ নিয়ে থাকেন তার বর্ণনা
- বাংলাদেশ ব্যাংকের CIB ( ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ) রিপোর্ট, এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন ব্যাংক আপনাকে নির্দিষ্ট ফর্ম দিবে এবং আপনি তা পূরণ করে ব্যাংকে জমা । পরবর্তীতে ব্যাংকই যাবতীয় কাজ সম্পাদন করবে।
- ঋণ আবেদনকারী এবং জামিনদারের হাজার পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক চাইলে একাধিক ব্যাক্তিকে জামিনদার হিসেবে চাইতে পারে।
- ট্রেড লাইসেন্স ও জামিনদার একজন ব্যবসায়ী হলে তার CIB প্রতিবেদন
- এক বছরের বিক্রয়োত্তর রিপোর্ট এবং ব্যবসার মুনাফার প্রতিবেদন
- প্রাইভেট লিমিটেড কোম্পানি জন্য নিবন্ধন পত্র এবং স্মারকলিপির সার্টিফিকেট
- ঋণ নেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সংক্রান্ত রেজোলিউশন ( প্রাইভেট লিমিটেড কোম্পানি জন্য)
- নিরীক্ষিত আর্থিক বিবৃতি , শীট , লাভ-ক্ষতি হিসাব, নগদ প্রবাহ বিবৃতি (ltd কোম্পানির জন্য )
- বর্তমান গ্রাহকদের তালিকা ( ltd কোম্পানির জন্য )
- জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন এবং নোটারি ক্লাব থেকে নোটারাইজড অংশীদারিত্বের দলিল ( অংশীদারিত্বের ব্যবসার জন্য )
- ঋণ নেবার জন্য অংশীদারদের রেজোলিউশন
উপরে উল্লেখিত কাগজ গুলো প্রায় সব ব্যাংকের জন্য প্রায় একই। তবে ব্যাংক ও ব্যাবসায় ধরনের উপর ভিত্তি করে আরও নতুন কিছু কাগজপত্র লাগতে পারে।
0 Comments