Ticker

10/recent/ticker-posts

কাউকে বিয়ে করার আগে তা যা জানা উচিত? (What should you know before marrying someone)

 কাউকে বিয়ে করার আগে যা যা জানা উচিত?


বিয়ের জন্য বোকা ছেলে, সহজ সরল ছেলেই সবচেয়ে ভাল। আর কঞ্জারভেটিভ ( রক্ষনশীল) মেয়েরা বিয়ের জন্য ভাল।
যদি ছেলে হয় তাহলে সবার আগে জানুন ছেলের বাবা কেমন আর যদি মেয়ে হয় তাহলে সবার আগে জানুন মেয়ের মা কেমন।

ছেলের বংশ কেমন। ছেলে মেয়ের বাবা মায়ের চরিত্র কেমন কিংবা তাদের জীবনে কোন চরিত্র গত খারাপ কোন ঘটনা আছে কিনা জেনে নেয়ার চেষ্টা করুন। বাবা মার চরিত্রের কথা এজন্যই বলি কেননা শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে চরিত্রহীন/ লম্পট বাবা মায়ের ছেলে-মেয়েও চরিত্রহীন/লম্পট হয়। আমার নিজের দেখা এমন অনেক দৃষ্টান্ত আছে। বাবা মা বিয়ের আগের পাপ ছেলেমেয়েরা বয়ে বেড়ায় মনে হয়। তাই এটা নিয়ে অবশ্যই ভাবুন। কারণ আপনি অবশ্যই চাইবেন না আপনার ছেলে-মেয়েও লম্পট হোক।

চরিত্র বান কিনা সেটা যাচাই করা দরকার। আসলে চেহারা দিয়ে দু চার দিন শারীরিক যৌন ক্ষুধা মেটে, ৬০ বছর সংসার করার জন্য চরিত্রবানের বিকল্প নেই।
সে হবে নম্র, সভ্য, ভদ্র আর বিনয়ী। মিষ্ট ভাষীরা বেশীর ভাগ ক্ষেত্রেই লম্পট হয়। মিষ্টি কথা বলে অন্তরের পাপ গোপন করে। তবে চরিত্রবান মিষ্টভাষীর কথা ভিন্ন।
পরিবার ধার্মিক কিনা সেটা জানুন।
ছেলে বা মেয়ের লাইফস্টাইল কেমন সেটা দেখুন। উড়ন চন্ডী, ফ্রী মাইন্ডেড হলে সেগুলো আগেই বাদ দিন। এদের বড় জোড় জাস্ট ফ্রেন্ড, গার্ল/ফ্রেন্ড কিংবা ফ্লাট করা যেতে পারে। বিয়ের বাজারে এগুলো অচল মুদ্রার মত। অচল মুদ্রা ঘষে চক চকে করা যায়, কিন্তু বাজারে ওঠানো যায় না।
রাজনৈতিক কোন দল করে সেটা দেখুন। ছেলে মেয়ে আওয়ামীলীগ করে কিনা জানুন। হয়ত বিশ্বাস করবেন না আওয়ামী সমর্থকেরা অধিকাংশই ধার্মিক হয় না। ভোগ বিলাসে মত্ত থাকে, ন্যায় নীতির তোয়াক্কা করে না। বি এন পি সমর্থক রাও ধোয়া তুলসী পাতা নয়। এরা মুদ্রার এপিট ওপিঠ। তবে শিবির অনেক ভাল। এরা নিয়মানুবর্তি, ধার্মিক ও বেশীর ভাগ চরিত্রবান হয়। অনেক কাছ থেকে এদের সবাইকে দেখেছি তাই সবার ওপর ধারণা স্বচ্ছ।

ছেলে-মেয়ের স্মার্টনেস দেখে শালীনতা বিবেচনা করতে পারেন। ছেলের চুলের কাট দেখুন।
বন্ধু বান্ধব দেখে ধারণা নিন ছেলে বা মেয়ে কেমন।
ছেলে-মেয়ের বই পড়ার অভ্যাস আছে কিনা সেটা জানুন। পড়লেও কার বই পড়ছে সেটা বুঝুন।
শারীরিক ভাবে সুস্থ কিনা সেটা জানার চেষ্টা করুন। না জানলে পরে অশান্তি হতে পারে।
বাইরে থেকে যা যা জানা উচিত অনেকগুলো বললাম এখানে। কিছু বাদ পড়তে পারে। আশা করি এতেই আপনি/আপনার বুঝেছেন। ধন্যবাদ

Post a Comment

0 Comments