Social Media Influencer|| রাতারাতি সুপারস্টার! ভুবন বাদ্যকর, রানু মণ্ডল, প্রিয়া প্রকাশদের নেপথ্যের কাহিনী জানেন?
*ভুবন বাদ্যকর, সহদেব দিরদো, রানু মণ্ডল, অধ্যাপক সঞ্জীব শ্রীবাস্তব, পাকিস্তানের দানানির মোবিন (Dananer Mobeen), বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। মাত্র কয়েকদিনের মধ্যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এঁদের রকস্টার বানিয়ে দিয়েছেন। সাধারণ মানুষের ভালবাসায় ভরেছে তাঁদের জীবন। এখন তাঁরা সোশ্যাল মিডিয়ার সেনসেসন। সংগৃহীত ছবি।
*ভুবন বাদ্যকার। বীরভূমের একটি গ্রামে বাদাম বিক্রি করতেন। মাস খানেক আগে তাঁর বাদাম বিক্রির একটি ভিডিও সামনে আসে। তারপর তা ভাইরাল হিতে সময় নেয়নি। তারপর থেকে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। দেশ-বিদেশের তারকা থেকে সাধারণ মানুষ তাঁর সেই বাদাম বিক্রির গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন। সম্প্রতি কলকাতার একটি ক্লাবে অভিজাত ক্লাবে গানও গেছেন ভুবন বাদ্যকর। যে মানুষ দিনে ২০০-২৫০ টাকা আয় করতেন, তিনি এখন সোশ্যাল মিডিয়ার সেনসেসন। সংগৃহীত ছবি।
*২০২১ সালে সহদেব দিরদো সোশ্যাল মিডিয়ায় আসে। ছত্তিশগড়ের বাসিন্দা ১২ বছর সহদেবের ভাগ্যের পরিবর্তন হয়েছিল যখন তার 'বচপান কা প্যায়ার' ভাইরাল হয়। ভিডিওটি দেখার পরে, র্যাপার বাদশা তাকে নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করেন। এরপর সহদেবকে অনেক টেলিভিশন শোতে অতিথি হিসেবেও দেখা গিয়েছে। সংগৃহীত ছবি।
*২০২১-সালেই পাকিস্তানের ১৯ বছরের কিশোরী দানানের মোবিনের 'পাওরি হো রাহি হ্যায়' ভিডিওটিও সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিল। নেটিজেনরা তাঁর পার্টিকে 'পাওরি' বলা এতটাই পছন্দ করেছিল, দানানির রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠে। প্রিয়া প্রকাশের মতো, দানানির মোবিনের ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে যান মাত্র কিছুদিনের মধ্যে৷ সংগৃহীত ছবি।
*২০১৮ সালে, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে একটি মেয়ের চোখের ইশারা ঝড় তুলেছিল লক্ষ লক্ষ পুরুষের হৃদয়ে। সেই মেয়েটি আর কেউ নয়, মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। তবে তিনি যে অভিনেত্রী, তা সামনে আসে তাঁর ভিডিওটি ভাইরাল হওয়ার পর। প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের ২৬ সেকেন্ডের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। প্রিয়া একদিনেই সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ারের নয়নের মণি হয়ে ওঠেন। সংগৃহীত ছবি।
*আপনাদের নিশ্চয়ই ধিনচক পূজার কথা অনে আছে। ইউটিউবে জনপ্রিয়তার কারণে বিগ বস-এ জায়গা পান পূজা। ধিনচক পূজা বিগ বস ১১-র প্রতিযোগী ছিলেন। দিল্লির বাসিন্দা ধিনচাক পূজা 'সেলফি ম্যায় লে লি আজ' গান গাওয়ার জন্য পরিচিত হয়েছিলেন ২০১৭ সালে। সংগৃহীত ছবি।
*২০১৮ সালে, মধ্যপ্রদেশের বিদিশার বাসিন্দা অধ্যাপক সঞ্জীব শ্রীবাস্তব 'ড্যান্সিং আঙ্কেল' নামে পরিচিতি পান। সঞ্জীব শ্রীবাস্তবকে গোবিন্দের নৃত্যশৈলী একেবারে হুবহু নকল করতে দেখা গিয়েছিল একটি বিয়ের অনুষ্ঠানে। তাঁর স্ত্রীকে পাশে নিয়ে গোবিন্দের বিখ্যাত গান 'আপনে আ জানে সে...' গানে তুখোড় পারফর্ম করেছিলেন। সংগৃহীত ছবি।
*২০১৯ সালে লতা মঙ্গেশকরের গান 'পেয়ার কা নাগমা' গেয়ে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে 'তেরি-মেরি কাহানি' গানটি গেয়েছেন রানু। হিমেশের সৌজন্যে রানুকে দেখা গিয়েছিল টিভি শো ও ইভেন্টেও। বিখ্যাত হওয়ার আগে রানাঘাট স্টেশনে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন রানু মণ্ডল। একদিন তাঁর সেই স্টেশনে গান গাওয়ার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক যুবক। রাতারাতি তা ভাইরাল হয়ে যায়। সংগৃহীত ছবি।
0 Comments