Ticker

10/recent/ticker-posts

ইউক্রেনের শিশু হাসপাতালে রুশ বোমা হামলা

 ইউক্রেনের শিশু হাসপাতালে রুশ বোমা হামলা

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ১৪তম দিনে গড়িয়েছে। এদিন রাশিয়ার সেনারা ইউক্রেনের মারিউপোলের একটি মাতৃ ও শিশু হাসপাতালে বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে শহরটির সিটি কাউন্সিল। খবর সিএনএন।


হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মারিউপোল সিটি কাউন্সিল।


ভিডিওতে দেখা যায় হাসপাতাল ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তুপ।  
সিটি কাউন্সিল জানায়, সিটি সেন্টারে একটি মাতৃ ও শিশু হাসপাতাল, শিশু বিভাগ ও ওষুধ বিভাগ সব এইমাত্র রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কিও টুইটারে ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের একটি ভিডিও প্রকাশ করেছেন। রাশিয়ান হামলার তীব্র সমালোচনা করেছেন তিনি।  

হামলার বিষয়ে জেলেনস্কি বলেন, মাতৃ ও শিশু হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে রাশিয়া। মানুষ ও শিশুরা এখন ধ্বংসস্তুপের নিচে। চরম নৃশংসতা। কতদিন এই বিশ্ব এই সন্ত্রাসকে উপেক্ষা করবে?

ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে জেলেনস্কি বলেন, এখনই আকাশ বন্ধ করে দিন। হত্যা থামান। আপনাদের শক্তি আছে, কিন্তু মনে হচ্ছে আপনারা মানবিকতা হারিয়েছেন।  

যদিও যুক্তরাষ্ট্র ও অন্য ন্যাটোভুক্ত দেশগুলো বারবার নো-ফ্লাই জোনের দাবি প্রত্যাখ্যান করে আসছে।

Post a Comment

0 Comments