উঁচু গাছ থেকে সুপারি সংগ্রহ করতে 'ট্রি স্কুটার' আবিষ্কার! (ভিডিও)
উঁচু গাছ থেকে সুপারি সংগ্রহ করতে একটি বিশেষ 'ট্রি স্কুটার' আবিষ্কার করেছেন কৃষক গণপতি ভাট। এই স্কুটারের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে ৬৫ ফুট উঁচু পাম গাছে উঠতে পারেন তিনি। ঘটনা ভারতের ম্যাঙ্গালুরুর।
২০১৪ সালে স্কুটারটি তৈরির কাজ শুরু করেছিলেন গণপতি ভাট।
ভাটের বিশেষ এই স্কুটারে রয়েছে এটি প্রাথমিক আসন, চাকা এবং একটি চেইনসো মোটর।
এরইমধ্যে তিন শতাধিক স্কুটার বিক্রি করেছেন তিনি।
তার আবিষ্কারটি বয়স্ক কর্মীদের সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন গণপতি ভাট।
তিনি বলেন, 'আমাদের এলাকায় শ্রমিকের খুবই অভাব। মজুরিও অনেক বেশি। এই সমস্যা থেকে বাঁচতেই সুপারি গাছে আরোহণের যন্ত্রটি তৈরি করেছি আমি। কারণ সময়মতো আমাদের ফসল তোলা প্রয়োজন, কিন্তু বর্ষাকালে তা খুবই কঠিন হয়ে যায়।
0 Comments