নিপুণের বিরুদ্ধে জায়েদের রিট শুনানির দিন ধার্য
অভিনেত্রী নিপুণের বিরুদ্ধে চিত্রনায়ক জায়েদ খান আদালত অবমাননার অভিযোগে যে আবেদন করেছেন তার শুনানি হবে আগামী রোববার (১৩ মার্চ)।
ওইদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে সৃষ্ট জটিলতায় নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে একটি রিট দায়ের করেন চিত্রনায়ক জায়েদ খান।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।
এর আগে আজ সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
0 Comments