Ticker

10/recent/ticker-posts

বিজ্ঞাপন ছাড়াই দেখুন ইউটিউব

বিজ্ঞাপন ছাড়াই দেখুন ইউটিউব



গুগলের মালিকানাধীন স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে ভিডিও দেখতে বা গান শুনতে অনেকেই পছন্দ করেন। কিন্তু ইউটিউবেও আজকাল ভিডিও এর মাঝে বিজ্ঞাপনের যন্ত্রণায় অতিষ্ট হয়ে যেতে হয় ব্যবহারকারীকে। বিজ্ঞাপনের যন্ত্রণায় অনেকেই সম্পুর্ণ ভিডিও না দেখে চলে যান। কিন্তু আপনিও চাইলে বিজ্ঞাপনে ছাড়াই দেখতে পারেন সম্পুর্ণ ভিডিও।


এরজন্য আপনাকে অর্থও খরচ করতে হবে না। শুধু জানতে হবে একটা সহজ টিপস। আজ আপনাকে জানাবো এমনই একটা টিপস
ইনকগনিটো মোড:
ইনকগনিটো মোড হলো ব্রাউজারের একটি প্রাইভেট সেক্টর। এটি আপনাকে কিছুটা সুরক্ষা প্রদান করে থাকে। এটি মুলত ব্রাউজার হিস্ট্রি জমা রাখেনা।
তাই তাড়াহুড়োর মূহুর্তে এটি আপনাকে ভাল কাজ দিবে। যেমন ধরুন আপনাকে সাইবার ক্যাপে বসে জরুরী কোন কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি ইনকগনিটো মোড ব্যবহার করে আপনার প্রয়োজনীয় সাইটে প্রবেশ করতে পারেন এতে সেখানে আপনার ব্রাউজার হিস্ট্রি স্টোর হবেনা। আপনাকে কষ্ট করে ব্রাউজার হিস্ট্রি মুছতে হবেনা।

যেভাবে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব দেখবেন :
আজকাল ওয়েব ব্রাউজারগুলোতে বিজ্ঞাপন ছাড়াই ওয়েবসাইট দেখার ফিচারে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ ব্রাউজার থেকে কেউ কোনো সাইটে ঢুকলে সেখানে থাকা অ্যাডসেন্সের মতো থার্ড পার্টির বিজ্ঞাপন প্রদর্শন হবে না। ব্রাউজার সেটিংস থেকে বিজ্ঞাপনগুলোকে ব্লক করে রাখা যায়।

এর চেয়েও সহজ ইউটিউবের ভিডিওর বিজ্ঞাপন বন্ধ রাখা! আপনার ওয়েব ব্রাউজারের ইনকগনিটো মোডে গিয়ে ইউটিউব দেখলে এ সুবিধা পাওয়া যাবে। তবে এর জন্য ইউটিউব ভিডিও লিংকের ডটকমের পরে ও স্ল্যাশের (/) আগে একটি বাড়তি ডট (.) জুড়ে দিতে হবে।

অর্থাৎ ইউটিউব ভিডিওর লিংক যদি youtube.com/xyz হয় তাহলে ব্রাউজারে ডট কমের পর এভাবে একটি বাড়তি ডট দিতে হবে youtube.com./xyz

আরও পড়ুন : স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবে গান শোনার সহজ উপায়

আর কেউ যদি কোনো ট্রিক ছাড়াই স্বাভাবিক নিয়মে বা প্রচলিত উপায়ে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখতে চান, তাহলে খরচা করে ইউটিউব প্রিমিয়ারে সাবস্ক্রাইব করতে হবে।

বর্তমানে সারা বিশ্বে প্রায় ২ বিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন ইউটিউব ব্যবহার করেন। দুনিয়ার এমন কিছু নেই যা আপনি ইউটিউবে পাবেন না।  

Post a Comment

0 Comments